কণ্ঠশীলন আয়োজিত দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি ও নির্ধারিত বিষয়ের উপর মুক্ত আলোচনার নিয়মিত অনুষ্ঠান ‘আবৃত্তি সমারোহ’। এই আয়োজনের দ্বিতীয় পর্ব ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয় গত ২৮শে জ্যৈষ্ঠ ১৪২৭ / ১২ই জুন ২০২০, শুক্রবার, রাত আটটায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, এমপি। এবারের নির্ধারিত বিষয় ছিল “সাংগঠনিক আবৃত্তিচর্চার সুফল ও দুর্বলতা”। এ বিষয়ে আলোচনা করেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত, বিশিষ্ট আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও রাশেদ হাসান। একক আবৃত্তি করেন স্বরবৃত্তের সদস্য মাহনূর জাবিন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য হিমেল অনার্য, চারুকণ্ঠ আবৃত্তি সংসদের সদস্য ফারজানা রোজি এবং কণ্ঠশীলন সদস্য শিরিন ইসলাম ও সালাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার।