গত ২০শে জুন ২০২০ তারিখে সংস্কৃতিসারথী কামাল লোহানী মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২০শে আষাঢ় ১৪২৭ / ৪ঠা জুলাই ২০২০ শনিবার রাত সাড়ে আটটায় কণ্ঠশীলন ফেসবুক লাইভের মাধ্যমে একটি স্মরণসভার আয়োজন করেছে।
অনুষ্ঠানে আলোচনা করবেন মঞ্চসারথী আতাউর রহমান; বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ; নাট্যকার, অভিনেতা, নির্দেশক মামুনুর রশীদ; সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুছ; শব্দসৈনিক আশরাফুল আলম; কামাল লোহানীর আত্মজ সাগর লোহানী। আবৃত্তি করবেন কেয়া চৌধুরী; বেলায়েত হোসেন; মীর বরকত। সংগীত পরিবেশন করবেন মিতা হক। সঞ্চালনায় থাকবেন গোলাম সারোয়ার।