৮ই কার্তিক / ২৩শে অক্টোবর কবি শামসুর রাহমানের জন্মবার্ষিক। এ উপলক্ষে আগামী ৮ই কার্তিক ১৪২৭ / ২৩শে অক্টোবর ২০২০ শুক্রবার রাত সাড়ে আটটায় কণ্ঠশীলন আয়োজন করেছে আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠান “ধন্য সেই পুরুষ”। অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচারিত হবে।
অনুষ্ঠানে আলোচনা করবেন: কবি মুহাম্মদ সামাদ, সভাপতি, জাতীয় কবিতা পরিষদ ও উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; কবি নবনীতা বসু হক, বিভাগীয় প্রধান, বাংলা ভাষা ও সাহিত্য, চিত্তরঞ্জন কলেজ, কলকাতা; কবি নাসির আহমেদ, সাংবাদিক ও সাবেক পরিচালক, বার্তা, বাংলাদেশ টেলিভিশন; কবি মাকিদ হায়দার, সাবেক ঊর্ধ্বতন নির্বাহী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বাংলাদেশ। অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গোলাম সারোয়ার।