২২শে শ্রাবণ / ৬ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে কণ্ঠশীলনের আয়োজনে আবৃত্তি, সংগীত, নৃত্য ও আলোচনা অনুষ্ঠান “জয় মৃত্যুঞ্জয়ের জয়” ফেসবুক লাইভের মাধ্যমে প্রচারিত হবে আগামী ২৩শে শ্রাবণ ১৪২৭ / ৭ই আগস্ট ২০২০ শুক্রবার রাত সাড়ে আটটায় (ভারত সময় রাত আটটায়)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেবেন মীর বরকত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তানজীনা তমা ও নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান। আবৃত্তি করবেন কণ্ঠশীলন সদস্য রইস উল ইসলাম, বিলকিস আহমেদ, নাদিমুল ইসলাম ও নরোত্তম হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন গোলাম সারোয়ার।