১১ই জ্যৈষ্ঠ / ২৫শে মে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিক। এ উপলক্ষে ২৫শে মে ২০২০ সোমবার রাত ৮টায় ফেসবুক লাইভে কণ্ঠশীলন আয়োজন করেছে “উন্নত মম শির” নামীয় নজরুলজয়ন্তীর অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক লীনা তাপসী খান। আবৃত্তি করবেন কণ্ঠশীলন সদস্য মোস্তফা কামাল, সোহেল রানা, অনন্যা গোস্বামী, বাদল সাহা শোভন ও আফরিন খান, এবং ভারত থেকে অতিথি শিল্পী অমিত সিকিদার ও সব্যসাচী পুরকায়স্থ। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করবেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার।