মীর বরকত ১৯৫৮ সনের ১লা জুলাই ময়মনসিংহে জন্মগ্রহন করেন। সোনালী ব্যাংক লি. এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে বর্তমানে প্রমিত বাংলা উচ্চারণ ও আবৃত্তি চর্চার নিরলস কর্মী হিসেবে গণমাধ্যম ইন্সটিটিউট, পিআইবি, বিশ্বসাহিত্য কেন্দ্র, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, কণ্ঠশীলন, ছায়ানট, শিল্পকলা একাডেমীসহ প্রায় ৪০টি সংগঠন ও প্রতিষ্ঠানে বাচিক মাধ্যমের প্রশিক্ষণ ও নির্দেশনা দিয়ে চলেছেন। প্রাতিষ্ঠানিকভাবে স্নাতকোত্তর এবং ডিএআইবিবি শিক্ষার পর নাট্যশিক্ষাঙ্গান থেকে ১৯৮৩ সনে এক বছরের নাট্য বিষয়ক সার্টিফিকেট কোর্স এবং গণমাধ্যম ইন্সটিটিউট থেকে ১৯৮৪ সনে সংবাদ উপস্থাপনা ও রিপোর্টং কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেলে আবৃত্তি, গল্পবলা, ছড়া, প্রযোজনার নির্দেশনা ও আলোচনা অনুষ্ঠান এবং আবৃত্তিতে অংশগ্রহণ করেছেন।