সুখ্যাত আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক, উচ্চারণ প্রশিক্ষক ও অভিনেতা গোলাম সারোয়ারের জন্ম ৬ই জুন ১৯৬০। ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে পঞ্চম আবর্তনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রবেশ করেন কণ্ঠশীলনে। উচ্চারণ বিষয়ে দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের বিভিন্ন আবৃত্তির দল, নাটকের দল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন: নায়েম, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট, জাতীয় গ্রন্থাগার, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট প্রভৃতি প্রতিষ্ঠানে উচ্চারণের প্রশিক্ষণ দিয়ে আসছেন। “মাতৃভাষা” নামে বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিকভাবে বাংলা শুদ্ধ ও প্রমিত উচ্চারণ বিষয়ে বক্তৃতা দিয়ে চলেছেন গত ২০০৬ সাল থেকে। এছাড়া তিনি নির্দেশনা দিয়েছেন কণ্ঠশীলনের আবৃত্তি প্রযোজনা ঝালাপালা, গান্ধারীর আবেদন, চাঁদ বণিকের পালা, মহীয়সী রোকেয়া ইত্যাদি, এবং নাটক উত্তরবংশে।