২৭শে আগস্ট ২০২১, শুক্রবার বিকেল ৫টায় ভার্চুয়ালি সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার। সভায় উপস্থিত ছিলেন কণ্ঠশীলন প্রশিক্ষকবৃন্দ, পর্ষদ সদস্য, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যরা। সভাপতি গোলাম সারোয়ারের আহ্বানে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক রইস উল ইসলাম, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম। প্রতিবেদন দুটির বিষয়ে আলোচনায় অংশ নেন কণ্ঠশীলন সদস্যরা। সবার আলোচনার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় গত দুই বছরের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন। এরপর নির্বাচন আধিকারিক বিলকিস আহমেদ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। ১৯ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক (২০২০-২০২২) পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও উচ্চারণ প্রশিক্ষক গোলাম সারোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহেল রানা। এ ছাড়াও কণ্ঠশীলন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকতকে।
কণ্ঠশীলনের ২০২১-২০২২ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ : সভাপতি: গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক: সোহেল রানা, সহ-সভাপতি: রইস উল ইসলাম, মোস্তফা কামাল, সংগঠন সম্পাদক: লিটন বারুরী, শিক্ষা ও অনুষ্ঠান সম্পাদক: সালাম খোকন, কোষাধ্যক্ষ: মো. আব্দুল কাইয়ুম, সদস্য: মীর বরকত, প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু, মো. আব্দুর রাজ্জাক, নরোত্তম হালদার, হাসিনা মমতাজ, শফিক সিদ্দিকী, মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, নুরুজ্জামান নান্নু, জেএম মারুফ সিদ্দিকী, মিনহাজুল বশির শোভন, আফরিন খান ও শেখ সাজ্জাদুর রহমান।