শিক্ষাগুরু ওয়াহিদুল হক স্মরণে কণ্ঠশীলন আয়োজিত আলোচনা, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হবে আগামী ১৩ই মাঘ ১৪২৭ / ২৭শে জানুয়ারি ২০২১ বুধবার রাত সাড়ে আটটায়।
ওয়াহিদুল হক ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৬ মার্চ ঢাকা জেলার ভাওয়াল মনহরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় আরম্ভ করে আমৃত্যু প্রায় ৫৪ বছরকাল তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন৷ ষাটের দশকে দি অবজারভারের শিফট্-ইন চার্জ ছিলেন। পরে মর্নিং নিউজ ও দ্যা ডেইলি স্টারের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছেন। এক সময় ছিলেন দ্যা পিপলস্ পত্রিকার সম্পাদক। জীবনের শেষ দিকে “অভয় বাজে হৃদয় মাঝে” ও “এখনও গেল না আঁধার” শিরোনামে নিয়মিত কলাম লিখেছেন দৈনিক জনকন্ঠ ও দৈনিক ভোরের কাগজ পত্রিকায়। এর বাইরেও তিনি ছিলেন সংস্কৃতি অঙ্গনের একজন সংগঠক। তিনি ছিলেন আবৃত্তি সংগঠন “কণ্ঠশীলন”-এর প্রতিষ্ঠাতা, এবং আমৃত্যু তিনি এই সংগঠনের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমী সম্মানসূচক ফেলোশীপ (২০০০), একুশে পদক (২০০৮), স্বাধীনতা পুরস্কার (২০১০) ইত্যাদি সম্মাননায় ভূষিত এই সংগঠক ২০০৭ সালের ২৭শে জানুয়ারি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুদিনে তাঁর জীবন ও কর্ম নিয়ে প্রতি বছরের মতো এই বছরও কণ্ঠশীলন আয়োজন করেছে আলোচনা, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠানের।